পীরগঞ্জে ঘরে আগুন লেগে ৬ বছরের শিশুকন্যা অগ্নিদগ্ধ
পীরগঞ্জ, রংপুর প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জের রায়পুর ইউনিয়নের কানঞ্চগাড়ী গ্রামে ঘরে আগুন লেগে ৬ বছর বয়সের জাকিয়া খাতুর নামের এক শিশুকন্যা অগ্নিদগ্ধ হয়েছে। সে উক্ত গ্রামের গার্মেন্টস কর্মি আঃ ছালামের কন্যা বলে জানাযায়। গত সোমবার বেলা আনুমানিক ১ ঘটিকায় এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও প্রত্যেক্ষ দর্শিদের বিবরনে জানাযায়, উক্ত গ্রামের দিন মজুর কবেজ আলীর পুত্র রেজাউল করিমের থাকা ঘরে তারই গার্মেন্টস কর্মি ছোট আঃ ছালামের শিশু কন্যা ঘুমিয়ে পড়ায় ঘরের দরজার শেকল আটকিয়ে দিয়ে পরিবারের লোকজন বাড়ির বাহিওে কাজ করছিল। এর এক পর্যায়ে জাকিয়া ঘুম থেকে উঠে পড়ে দরজা খুলতে না পেরে বিছানায় খেলছিল। বিছানায় থাকা দিয়াশলাই দিয়ে সে আগুন জালাতে চেষ্ঠা করার এক পর্যায়ে বিছানায় আগুন লেগে যায় এবং মুহুর্তের মধ্যে সে আগুন পুরো ঘরে লেগে য়ায়। শিশুটির আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে শিশুটিকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করলেও ঘরটি ভস্মিভুত হয়। এতে শিশুটির দুটি পা ও একটি হাত আগুনে ঝলসে য়ায়। উল্লেখ, শিশুটির পিতা মাতা ঢাকায় গার্মেন্টস এ চাকুরির সুবাধে উভয়েই করোনা ভাইরাস পরিস্থিতিতে ঢাকায় আটকা পড়েছে। শিশুটি তার বড় আব্বার ও বড় আম্মার নিকট অবস্থান করত। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’ এ স্ট্যাটাস দেখে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহিন তালুকদার অই অসহায় পরিবার কে ৪ হাজার ৫শত টাকা আর্থীক অনুদান দিয়েছে। এ ব্যাপারে অত্র ইউনিয়নের চেয়ারম্যান দুলাল চৌধুরীর সাথে মুঠোফোনে কথাহলে তিনি বলেন, “আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছি, উপজেলা পরিষদ থেকেও এ ব্যাপারে আর্থিক অনুদান দেয়া হবে।